জীবনানন্দ দাশের কবিতা ‘নিরঙ্কুশ’

জীবনানন্দের ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা ‘নিরঙ্কুশ’ জাফর উল্লাহ্‌ জীবনানন্দ দাশ (জীঃ দাঃ) বেঁচে থাকাকালীন তাঁর ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। প্রথমটি ছিল ‘ঝরা পালক’ যেটি প্রকাশ হয়েছিল ১৯২৭ সনে। আর সর্বশেষটি, ‘শ্রেষ্ট কবিতা’, বের হয়েছিল ১৯৫৪ সনে। তাঁর পঞ্চম কাব্যগ্রন্থ ‘সাতটি তারার তিমির’ প্রকাশিত হয়েছিল ১৯৪৮ সনে। এই গ্রন্থের কবিতাগুলো – সর্বমোট ৪৯টি [...]