কলাম্বাস পরবর্তী নির্যাতন এবং বিদ্রোহী ‘এনরিকে’

পূর্ববর্তী পর্বঃ কলাম্বাসের নতুন পৃথিবী ১৪৯২ সালের ১২ই অক্টোবার ক্রিস্টোফার কলাম্বাস বাহামায় প্রথম নোঙ্গর করার প্রায় আট সপ্তাহ পর, ডিসেম্বার মাসের পাঁচ তারিখে আরো খানিকটা জাহাজ চালিয়ে এসে পৌঁছান বর্তমান দ্বীপ হাইতি এবং ডোমিনিকান রিপাবলিক-এ; যেটি সে-সময় পরিচিত ছিলো ‘হিস্পানিওলা’ নামে। ততদিনে কলাম্বাস আর তার সঙ্গীরা বুঝে গেছে, খুবই সহজ সরল আর বোকা প্রকৃতির, খুঁজে [...]