জশুয়া (১ম খন্ড)

(এই লেখাটাকে উপন্যাস টাইপ কিছু বলতে পারেন। ধারাবাহিক উপন্যাসের কাছাকাছি কিছু! ধরে নিন এটা ফিকশন! হ্যাঁ ফিকশনই তো! উত্তপ্ত মস্তিষ্কের কল্পনার মতো। লোকটা ছিলো তাঁর সময়ের অন্যতম প্রথাবিরোধী মানুষ। ইতিহাস তাঁকে মনে রাখেনি নিজ পরিচয়ে। বরং রঙ চাপিয়ে মুছেই ফেলেছে আসল লোকটাকে! জশুয়ার জন্য ভালোবাসা।) সূর্যের জন্ম জুন মাস। রোমান সাম্রাজ্যের জুডায়া প্রদেশ তপ্ত কড়াই [...]