উইকি যুদ্ধ

আমার লেখা পড়ে কেউ আমাকে ভাবতে পারে সংশয়বাদী হিসেবে। কোন এক লেখায় আমি মন্তব্য করেছিলাম ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। সেটা যতটা না আমার মতাদর্শের জন্য তারচেয়ে বেশি হল স্ট্রাটেজীর জন্য। আমি মনে করি বিবর্তনের ধারায় মানুষের মস্তিষ্কের যে পরিবর্তন হয়েছে সেটাই দায়ী ঈশ্বর নামক কল্পিত বস্তুকে তৈরী করার জন্য। এ কারণেই বিজ্ঞানের এত অগ্রগতি [...]