বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : আমার অনিয়ত ভাবনা

  বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : আমার অনিয়ত ভাবনা অজয় রায়   ৬ই মার্চ সন্ধ্যে এলেই একাত্তরের ৭ই মার্চের ভাবনাগুলো আমার মনে, চিন্তা -চেতনায় আনাগোনা করতে থাকে। চৌত্রিশ বছর আগের সেদিনের দিনটি ধোঁয়াশা আচ্ছন্নতা থেকে ক্রমশঃ স্পষ্টতর হতে থাকে- তখন দিনটিকে যেন স্পষ্ট দেখতে পাই। কানে যেন ষ্পষ্ট ধ্বনিত হতে থাকে বঙ্গবন্ধুর সেই সম্মোহনকারী অত্যাশ্চর্য [...]