২৭শে ফেব্রুয়ারির এই দিনে …
২৭শে ফেব্রুয়ারিকে স্মরণ করে গতবছরে দেওয়া ছোট একটি নোটকে সামনে নিয়ে আসা হল। এ ছাড়া আগের বছরের ব্যানারটিও সামান্য পরিবর্তন করে নতুনভাবে ব্যানার তৈরি করা হল। মুক্তমনার ব্লগারেরা এই দিনটিকে স্মরণ করে লেখা পাঠাতে পারেন। ২৭শে ফেব্রুয়ারি, ২০১১। :line: ২৭শে ফেব্রুয়ারি দিনটির কথা হয়তো অনেকেই ভুলে গেছেন, এতদিনে। এদিনটির একটি আলাদা তাৎপর্য আছে, অন্ততঃ মুক্তমনাদের জন্য তো [...]