অভিজিৎ রায় হত্যা অথবা খুন সার্কাস

ছাব্বিশ তারিখ ওখানে ছিলাম না আমি। ওখানের সামনে দিয়ে আমি হেঁটে গেছি তখন কিংবা তার কিছু পরে। তখনো সেখানে জটলা চিৎকার এবং রক্ত। হয়ত যাদের রক্ত তাদেরই কারো চিৎকার ছিল সেখানে। হয়ত যাদের রক্ত তখনো তারা সেখানে ছিল। আমরা সেদিকে তাকিয়ে রাস্তার উল্টোদিক ধরে শাহবাগের দিকে হেঁটে গেছি আমাদের কমন এক সিনিয়র পুলিশ বন্ধুর উপদেশ [...]