বাঙলা রজনীর গল্পঃ মধুমালার দেশে, পর্ব ৯ ও ১০ (শেষ পর্ব)

পর্ব- ১ ও ২ পর্ব- ৩ ও ৪ পর্ব- ৫ ও ৬ পর্ব- ৭ ও ৮ ৯ -বস আরাম কইরা বসেন। কুনো সমস্য নাই। ধীরে সুস্থে যামু। বেশ মুরুব্বি টাইপের গাধা। কথাও বলে বেশ ভারিক্কি মেজাজে। কথার ফাকে ফাকে যখন ঘাড় নাড়ে, গলায় ঝোলান ঘণ্টা বাজে। সেই ঘণ্টা- ভুতেশ্বরের বাণী আসার সময় যা শোনা যায়। [...]