হিন্দুত্ববাদি শক্তির পরাজয়

  হিন্দুত্ববাদি শক্তির পরাজয় বিপ্লব পাল সাম্প্রতিক পাঁচটি  বিধানসভা  নির্বাচনে কংগ্রেসের সাফল্যে অনেকেই আশ্চর্য্য। যারা ভেবেছিলেন হিন্দুত্ববাদ, জাতিয়তাবাদের সুরসুরি দিয়ে এখনো ঘরে ফসল তোলা যায়,  তাদের জন্যে রাজস্থানে বিজেপির ভরাডুবি এবং দিল্লীতে কংগ্রেসের টানা তিনবার জয় বড়ই দুঃসংবাদ। ভোটাররা এখন অনেক বেশী পরিণত-এই সব আবেগপ্রবণ ডোবার জল খাওয়ার চেয়ে নিজেদের বস্তুবাদি স্বার্থকেই তারা বেশী দেখছে। গণতন্ত্রের [...]