ধর্ম মানুষকে হিংস্র পশুতে পরিণত করার ক্ষমতা রাখে
লিখেছেন: সুমন চৌকিদার সম্প্রতি জুলিয়ান ক্যাডম্যান নামে এই সাত বছরের নিষ্পাপ শিশু হত্যার শিকার হয় ইসলামি জিহাদিদের দ্বারা বার্সেলনায় ধর্ম মানুষকে শুধু হিংস্র পশু বানানোর ক্ষমতাই রাখে না বরং পৃথিবীর সর্ববৃহৎ দানবে পরিণত করার ক্ষমতাও রাখে। অথচ দুঃখের বিষয়, এসব দানবরাই বহু সাধারণ ধার্মিকসহ বিশিষ্ট ও ক্ষমতাধর ব্যক্তি, উচ্চ শিক্ষিত, পেশাজীবি সম্প্রদায়, রাজনীতিবিদ... তথা কথিত [...]