একটি শাহী এলান
তাং-১৪/০৯/১১ কারবারী, পত্রে আমার শুভেচ্ছা নিবেন। আশাকরি পাড়ার সকলকে নিয়ে ভাল আছেন। পর বার্তা আগামী ১৮/০৯/১১ ইং রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় ক্যাম্প গণসংযোগ মিটিং অনুষ্ঠিত হবে। উক্ত মিটিং এ আপনী হাজির থাকবেন। বি:দ্র: ০৫ কেজি মোরগ নিয়ে আসবেন। ক্যাপ্টেন ক্যাম্প কমান্ডার মদক বিওপি (স্বাক্ষর-অস্পষ্ট) বান্দরবানের দুর্গম থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে বর্ডার গার্ড অব বাংলাদেশ [...]