একটি হাতুড়ীর জন্য
মিজু নির্ব্বাক নিষ্পলক চেয়ে আছে তার মালিকের দিকে। সদর আলী চেয়ারে বসে আছে। মুখের খিঁচুনি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অসম্ভব বকে যাচ্ছে। বকা-ঝকার এসব শব্দ সব সময় উচ্চারণ করে না সে। খুব গুরুতর অনিয়ম ঘটলে, আজ তাই ঘটল। সকালে কারখানায় এসে শুনলো, একটা হাতুড়ী পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বিগড়ে গেল সদর আলীর [...]