একটা বিজ্ঞানবিরোধীর সাথে বিজ্ঞান নিয়ে বিতর্ক???
@মুক্তমনার প্রোসায়েন্স সদস্যবৃন্দ- হয়তো অন্যান্য সহসদস্যদের চিত্তবিনোদনের দিকটা খেয়াল করেই হবে, মুক্তমনা দেখা যাচ্ছে দু-একটি ধর্মবাদী মাপেটের অবাধ-স্বাধীন বিচরণ ও বাকস্বাধীনতা নিশ্চিত করে সবসময় এখানে। এইরকমই একটি মাপেট কিছুদিন আগে বিশাল বড় এক গালভর্তি দাবী নিয়ে হাজির হয়েছিলো। তার দাবীটি ছিলো নিন্মরূপ- "কোরান বলে নুহু ৯০০ বছর বেঁচে ছিলেন আবার আধুনিক বিজ্ঞানের বলে আমরা জানি [...]