সত্যেন্দ্রনাথ বসু-র পৌত্র ফাল্গুনী সরকারের সাক্ষাৎকার
২০০৭ সালের ২৯শে জুন থেকে ১লা জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে অনুষ্ঠিত ২৭তম "নর্থ অ্যামেরিকান বেঙ্গলি কনফারেন্স" উপলক্ষে প্রকাশিত ব্রোশারে এই সাক্ষাৎকারটি ছাপা হয়েছিল। (পৃষ্ঠা: ৭৭-৭৯) :line: সত্যেন্দ্রনাথ বসুর নাম যেন বিজ্ঞানের জগতে একটি সৌধ হয়ে আছে, বিশেষত কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের জগতে। মৌলিক কণা "বোসন", বোসনের ক্রিয়াকর্ম ব্যাখ্যায় সক্ষম "বোস-আইনস্টাইন পরিসংখ্যান" এবং "বোস-আইনস্টাইন কনডেনসেট"- সবগুলো নামই [...]