এমন মানব জনম
এমন মানব জনম ক্যাথেরীনা রোজারিও কেয়া টেলিফোনে বোনের সঙ্গে কথা প্রসঙ্গে জেনেছিলাম সঞ্জীব চৌধুরী ভালো ছিলেন না। স্ট্রোকের কারনে মৃত্যু পথযাত্রী। ডাক্তার ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। শেষ খবরটা অবশ্য ৭২ ঘন্টার আগেই পেলাম যে সঞ্জীব চৌধুরী দেহত্যাগ করেছেন। খবরটা শোনা মাত্র একগাদা স্মৃতি হুড়মুড় করে ভীড় জমালো মানসপটে। ইদানিংকালের দলছুট [...]