আমরা শোকাভিভূত

মুক্তমনা পাঠকরা হয়ত ইতিমধ্যেই জেনেছেন, এভারেস্ট জয় করে নেমে আসার সময় পর্বতারোহী এবং চলচ্চিত্র নির্মাতা সজল খালেদ মৃত্যুবরন করেছেন। ধারনা করা হচ্ছে তিনি উচ্চতাজনিত অসুস্থতা ও প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত হয়েছিলেন। মূল খবররের লিঙ্ক এখানে। আমাদের নতুন পাঠকেরা হয়ত জানেন না, সজল খালেদ আমাদের মুক্তমনার পুরোন সদস্য। মুক্তমনা ব্লগ হিসেবে আত্নপ্রকাশ করার আগে আমাদের পুরোন সাইটে [...]