‘বিজ্ঞান ও ধর্ম, সংঘাত নাকি সমন্বয়’ – পাঠকের প্রতিক্রিয়া
'বিজ্ঞান ও ধর্ম, সংঘাত নাকি সমন্বয়' - পাঠকের প্রতিক্রিয়া 'বিজ্ঞান ও ধর্ম: সংঘাত নাকি সমন্বয়?' - মুক্তমনা ই-বুক অভিজিৎ দা যে দুর্দান্ত উদ্যোগ নিলেন এবং কাজটা করলেন, কেবল একটা বিশাল অভিনন্দন জানালেই তা জবাব দেয়া হয় না। এর জন্য আরো কিছু দরকার। সেই দরকারটা আশা করি মুক্তচিন্তার ধারক মুক্তমনা পাঠকরাই নির্ধারণ করুক। [...]