শেখ হাসিনা সরকারের জন্য সতর্ক সংকেত

শেখ হাসিনা সরকারের জন্য সতর্ক সংকেত আবুল হোসেন খোকন এই সরকার খারাপ এটা বলার সময় আসেনি। আসতে আরও অনেক দেরী। কারণ একটি বিদ্ধস্ত রাজনৈতিক ব্যবস্থাপনা, দুর্নীতি-অনিয়ম-নৈতিকতাহীনতার দোর্দণ্ড প্রতাপ ও এর মহোৎসবপূর্ণ প্রেক্ষাপটে এই সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসেছে, কিন্তু এজন্য যতোটুকু নিয়ন্ত্রণী অবস্থান দরকারÑ তার কোনকিছুই এখনও হাতে আসেনি। বলা যায় এ সরকারের ক্ষমতা এখনও [...]