ওয়ান ওয়ে রাস্তা
বাংলাদেশে হিজাব নেকাব পাকাপোক্ত করা শেষ, গুম্ফ চাঁছা মেন্দি দাড়ি চোখ সয়েছে সবার বেশ, পাল্টে গেছে পরিধেয় বাঙালিত্বের নাই কো রেশ, শরিয়াকে বাসতে ভালো ঢাকছে নারী খোলা কেশ। জানে না’তো শরিয়াটা, শাস্তি কেমন কখন শেষ কোন ভাবে মনের ভুলে, না ঢাকলে ঐ মেলা কেশ। ফ্যাশনেতে আহ্বলাদিত আছেন বহু নারী বেশ, জানেনা সে পাথর, নাকি চাবুক [...]