লোকায়ত দর্শন : আমাদের মুক্ত ভাবনার গোড়ার কথা

কয়েক হাজার বছর ধরে ভারতীয় অনুভূতির মৌলিক সূত্রানুধাবন করে এ-কথা নির্দ্বিধায় বলা চলে, প্রাকৃতজন তথা সাধারণ মানুষদের জগৎ-জীবন সংক্রান্ত একান্ত ভাবনাগুলোর অন্যতম বিষয়বস্তু হলো লোকায়ত বোধ তথা বস্তুবাদী চিন্তা। এই লোকায়ত চিন্তা আবর্তিত হয়েছে এই মর্তালোকেরই নানা প্রাপঞ্চিক বিষয়াদিকে ঘিরে। এ কথা অস্বীকারের জো নেই, আজকের দিনে আমরা যে মুক্ত, উদার, নৈর্ব্যক্তিক, নির্বারিত ও প্রগতিশীল [...]