রানা প্লাজা ও কিছু খেদোক্তি
আজ রানা প্লাজা'র মর্মান্তিক ঘটনার এক বছর হয়ে গেল। সব মিডিয়ায় বেশ ফলাও করে এসেছে, সোশ্যাল নেটওয়ার্কে জোরেশোরে লেখালেখি হচ্ছে, সে সময় ভলান্টিয়ার হিসেবে কাজ করা অনেকে সেই দিনগুলোর সৃত্মিচারণ করছেন। আর আহত, স্বজনহারা ও ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষরা চোখের জলে দিনটি পার করছে। কি আছে এদের মনে? শুধুই নিখাদ কষ্ট। আচ্ছা, এই এক বছরে এই [...]