আমি
প্রিয় ব্লগ মুক্তমনার পাতায় সারাদিন তাকিয়ে থেকেছি। এই ব্লগটা সারাক্ষন বুদ্ধিদীপ্ত তরুণ তরুণীর বিচক্ষন বিচরণে উদ্ভাসিত প্রাণচঞ্চল হয়ে থাকে। দু চারটা ঝুনো যারা এখানে ঘুরে বেড়ায়, মনে তারাও খুব সবুজ। বেশ একটা ঝকঝকে ভাব এখানে। তারুণ্যের উচ্ছ্বাস এখানে নিত্যদিন ঝলকায়। আলো আর ভালোর পাল্লা এখানে বেশ ভারী। এই কারনেই মনে হয় সমালোচনার ব্যাপারে অন্ধের মত [...]