ডারউইন বিবর্তনবাদের আলোকে মার্ক্সবাদ এবং গান্ধীবাদ
ডারউইন বিবর্তনবাদের আলোকে মার্ক্সবাদ এবং গান্ধীবাদ বিপ্লব পাল ডারউইন বিবর্তনবাদের প্রভাব সমগ্র মানব দর্শনের ওপর এত সুগভীর, অরিজিন অব স্পেসিস লেখার পর থেকে, শুধু, ধর্মবাদিরাই ডারউইনকে আক্রমন করেন নি। মার্ক্স এবং এঙ্গেলেস দুজনেই ডারুইনের বিরুদ্ধে কলম ধরেছেন-অন্যদিকে তৎকালীন মার্ক্সবাদ বিরোধিরাও "সারভাইভাল অব ফিটেস্টকে" ধনতন্ত্রের বিজয় বলে আহ্লাদে আপ্লুত হয়েছেন ( এখনো এই ধরনের [...]