মানুষের উদ্ভব কি কোন স্বর্গীয় স্পর্শের ফসল?

মানুষের উদ্ভব কি কোন স্বর্গীয় স্পর্শের ফসল?   বন্যা আহমেদ                                                                  ধরুন, দেড় দুই লক্ষ বছর আগে কোনো এক বুদ্ধিমান মহাজাগতিক প্রাণী, আমাদের কল্পনার সেই ‘উড়ন্ত সসারে’ করে পৃথিবীতে পদার্পণ করল। সেই সময়ে আফ্রিকার এক কোণে ঘুরে বেড়ানো আমাদের আধুনিক মানুষের প্রজাতি Homo sapiens দের দেখে কী ভাবতো তারা? তারা কি বিবর্তনের পরিক্রমায় এই [...]