ভিআইপি লেনের প্রস্তাব বাস্তবসম্মত

নাগরিক হিসেবে আমি একজন KMBA (কোনো মতে বাঁইচ্চা আছি)। ব‍্যাপারটা এমন যে, বেঁচে থাকার গুরুত্ব যেমন অত‍্যন্ত কম, তেমনি মরে যাওয়ার গুরুত্বও নাই। কিন্তু তাই বলে VIP (ভেরি ইম্পর্টট‍্যান্ট পারসন) কিংবা VVIP (ভেরি ভেরি ইম্পর্টট‍্যান্ট পার্সন) দের প্রতি আমার কোন ক্ষোভ নাই। হিংসা নাই। ঈর্ষা নাই। অনেক চিন্তা ভাবনা করে বুঝলাম, তাদের প্রতি বিন্দুমাত্র এলার্জিও [...]