ভাষা আন্দোলনের সূচনা এবং একুশের প্রথম সঙ্কলন
ভাষা আন্দোলনের সূচনা এবং একুশের প্রথম সঙ্কলন অজয় রায় বাহান্নর ফেব্রুয়ারীতে ছাত্র-জনতা প্রাণ দিল পূর্বপাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমীনের পুলিশের গুলিতে- বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার দাবীতে। সমকালীন ইতিহাসে এটি একটি অনন্য ঘটনা। এর পরের বছরই এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে ২১’শের প্রথম স্মরণিকা প্রকাশিত হয় ১৯৫৩ সালের মার্চমাসে ’একুশে ফেব্রুয়ারী’ শিরোনামে। সম্পাদনা করেছিলেন তখনকার [...]