লুডভিগ বোল্টস্মান – ২
[গত পর্বের পর] অস্ট্রিয়া ছেড়ে জার্মানিতে হতাশা থেকে উত্তরণকল্পে বোল্টস্মানের প্রথম চিন্তা ছিল গ্রাৎস ত্যাগ করা। গ্রাৎসে তার প্রতি তার সহকর্মীদের আচরণ পাল্টে গিয়েছিল; তিনি নিজেও মনে করতেন তার আরও ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে থাকার যোগ্যতা রয়েছে। এছাড়া গ্রাৎসের সাথে জড়িয়ে আছে তার সন্তানের মৃত্যুর স্মৃতি। সব মিলিয়ে গ্রাৎস তার কাছে বিষাক্ত হয়ে উঠেছিল। ১৮৮৮ সালের [...]