প্রকাশিত হল মুক্তমনা লেখকদের সংকলন-গ্রন্থ ‘বিশ্বাস ও বিজ্ঞান’
কয়েক বছর আগে আমরা একটা ই-বই করার জন্য লেখা আহবান করেছিলাম। বিজ্ঞান ও ধর্মের মধ্যে সম্পর্ক খোঁজার ঐকান্তিক প্রয়াস ছিলো সেই আহ্বানে। সে আহ্বানে সাড়া দিয়ে অনেকেই লেখা পাঠিয়েছিলেন। সে লেখাগুলো থেকে বাছাই করা লেখা নিয়ে করা হয়েছিলো ই-বইটি - ‘বিজ্ঞান ও ধর্ম – সংঘাত নাকি সমন্বয়?’ শিরোনামে । ই-বইটি মুক্তমনায় প্রকাশের পরই পাঠকদের মধ্যে [...]