আমরা কি ভাববাদে ফিরে যাব ?

আমরা কি ভাববাদে ফিরে যাব ? আতিক রাঢ়ী   আমি ডঃ বিপ্লব পালের লেখার একজন ভক্ত। তবে তার সাম্প্রতিক লেখা “ মাও বনাম গান্ধি - প্রতিবাদি আন্দোলনের ভবিষ্যত কোন দিকে ?” আমার কাছে অনেক ক্ষেত্রে ইতিহাস নিরপেক্ষ আবার অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর মনে হয়েছে। সেটা আমার নীজস্ব বোধ ও বূদ্ধির সীমাবদ্ধতার কারনে হয়েছে কিনা আমি নিশ্চীৎ [...]