প্রসঙ্গঃ বিডিআর বিদ্রোহ! ন্যায়বিচার নাকি প্রতিশোধগ্রহণ? প্রতিহিংসা চরিতার্থকরণ?
ধরা যাক শিশুশ্রমের কথা। ইউরোপের মানবতাবাদীগণ শিশুশ্রমের বিষয়কে ভয়ংকর অপরাধ বলেই গণ্য করেন। আমি নিজেও তাদের সাথে একমত, একজন শিশুর জন্য প্রয়োজন খেলাধুলা, খেলাধুলার মাধ্যমে শিক্ষা এবং তার মানসিক বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ। এতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই, বরঞ্চ সমর্থন রয়েছে। শিশু বয়সেই একজনকে কাজ করতে হলে তার শৈশবের সুন্দর দিনগুলো, ঠিকভাবে বেড়ে ওঠার সম্ভাবনাগুলো [...]