বীরাঙ্গনা
আর কতবার উলঙ্গ করবি আমায়; স্বাধীনানন্ধ উদ্ভ্রান্ত নাগরিক? আর কতবার? কত নামে ডাকবি আমায়, কতবার, স্বাধিনতাখোর; স্বার্থ-মানব। স্বেচ্ছা বিস্মরণে? আর কতদিন? স্তনাগ্র উন্মুক্ত আজো, দেখে যা। স্বাধীন লোভের কামুক চোখে; দ্যাখ, বস্ত্রহীনারে তবু একবার। স্থুল নই মোটে, অন্নাভাবে। ভোগী স্বাধীন নাগরিক। কল্পিত এক স্বাধীনতার চেতনায়, অস্পৃশ্য আমার একেলা বসবাস। দশ ইঞ্চি বিবিধ ইটের ফাঁকে অনাহারী [...]