অস্ত্র কেনা হয় কাদের রক্ষার জন্যে?
প্রথম আলোতে একটি খবরের শিরোনামে চোখ আটকে গেল; ৪৬ হাজার কোটি রুপির সামরিক কেনাকাটা ভারতের, হেলিকপ্টার কিনতেই ব্যয় ২১ হাজার কোটি রুপি! ভারত পৃথিবীর শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক ও সবচেয়ে বড় কমিউনিস্ট দেশের অবস্থান পাশাপাশি। খেয়াল করে দেখবেন; পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশেই পৃথিবীর সবচেয়ে বড় বস্তি অবস্থিত। ভারত [...]