জঙ্গিবাদের আগুনে পুড়ছে বাংলাদেশ
সিলেটের জঙ্গিকান্ডে এটি বুঝতে পারা যায়, বাংলাদেশে জঙ্গিবাদ কতটা গভীরে বিস্তৃত হয়েছে। সরকার ও দেশের জনগণ আশা করি এবার অনুধাবন করতে পারছে যে, বর্তমানে জঙ্গিবাদ বাংলাদেশের প্রধানতম সমস্যা। নাস্তিক, প্রগতিশীল, সংখ্যালঘু দিয়ে শুরু করে জঙ্গিদের টার্গেট এখন সারা বাংলাদেশ, এবিষয়টি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সিলেট জঙ্গিকান্ড। এই জঙ্গিরা হঠাৎ করে উদ্ভুত হয়নি। বছরের পর [...]