রতনপুর টু ফোর্ট মায়ার্স
রতনপুর টু ফোর্ট মায়ার্স লুনা শীরিন ছোট টয়োটা ক্যামরী গাড়িটা ছুটছে,বড়দিনের মায়াবী দুপুর, চারিদিকে শীতের নরম রোদ। ফ্লোরিডাতে বড়বোনের বাড়িতে এসেছি আজ ৮ দিন পার হচ্ছে, এই প্রথম আমরা পরিবারের সবাই ব্যক্তিগত কাজের বাইরে দিন কাটাবো বাইরে বলে বের হয়েছি। ফোর্টমায়ার্সের প্রশস্ত রাস্তাটা আজ অনেকটাই ফাঁকা ফাঁকা, চারিদিকটা একটু নিরিবিলি বলেই প্রকৃতিকে [...]