রবি ঠাকুর, রাহাজানি এবং রবীন্দ্র পূজারীবৃন্দ
ফরিদ আহমেদ এবং অভিজিৎ রায় এটি একটি যৌথ রচনা, আমার (ফরিদ আহমেদ) এবং অভিজিৎ এর। সেই পাঁচ বছর আগে মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে বইটা এক সাথে লিখেছিলাম আমরা। তারপর আর একসাথে কোনো কিছু লেখা হয় নি দুজনে। অনেকদিন পরে আবার আরেকটা প্রচেষ্টা নিলাম। কেমন হয়েছে জানি না। পাঠকদের কাছ থেকে আগ্রহ এবং সাড়া মিললে [...]