পরবাস

শান্ত জলের সবুজ কচুরিপানার মত সে একটা জীবন ছিল নির্বিঘ্ন, নিশ্চিন্ত মৃদুমন্দ দুলুনিতে; বিশাল অশত্থের ছায়ায়। একটু করে বেড়ে উঠতেই বড্ড ঘুরে বেড়ানোর সাধ হলো; ভাব হলো বেশ; কথা হলো শ্যাওলা আর জলপদ্মের সাথে। একদিন হঠাৎ গল্প শুনলাম ছটফটে ঝিলমিল পাখিটার কাছে; অনেক দুরদেশ, উজ্জ্বল শীতের গল্প, আর উদ্ভিন্ন বিদেশীনির। প্রলোভন আর আনমনে প্রাচীন জলধারাকে [...]