অ্যাপীল টু ন্যাচার: ‘প্রকৃতি বিরুদ্ধ’ মানেই মন্দ বা ক্ষতিকর?
আমরা কিছু বিষয় নিয়ে বিভ্রান্ত থাকি সবসময়, কিছু ব্যাপারে অযৌক্তিক পক্ষপাত বা বিরাগ দেখাই। এরকম একটা ব্যাপার হচ্ছে ‘ন্যাচারাল’। কোনো কিছু ‘ন্যাচারাল’ মানেই সেটা গ্রহণযোগ্য, অবশ্যই উত্তম আর ‘আনন্যাচারাল’ মানেই অগ্রহণযোগ্য এবং ক্ষতিকর। এই হেত্বাভাস/ফ্যালাসিকে বলা হয় appeal to nature (Argumentum ad Naturam) কিছু দিন আগে সমকামিতা বিতর্কে এই ফ্যালাসির ব্যাপক প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। [...]