উল্টোরথ
জ্যাকব জুমা। ইনি সাউথ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট। ম্যান্ডেলার উত্তরাসূরী। এক সাথে রুবেন দ্বীপে জেল খেটেছেন এককালে। তবে মোটে ১০ বছর। ভদ্রলোকের বৈধ স্ত্রীর সংখ্যা ছয়। অসংখ্য প্রেমিকা। শেষ বিয়ে করেছেন গত বছর । সরকার থেকে দেড় মিলিয়ান খরচ হয় তার বৌদের ভরন পোষনে। বৈধ অবৈধ মিলিয়ে ২০ টি সন্তান। আফ্রিকার পুরুষতন্ত্রে এসব "চলে"- এতটাই চলে [...]