হিমালের দেশে
অন্নপূর্ণা যেদিন প্রথম দেখা দিল মেঘের চাদর ভেদ করে নেপাল গিয়েছিলাম কয়েক সপ্তাহের জন্য হিমালয়ে ট্রেকিং করতে। পাহাড় আমার বড্ড প্রিয়, অভিজিৎ প্রায়ই অনুযোগ করে বলতো, 'তিনমাস পরপর পাহাড়ের চাঙ্গে উইঠ্যা বইসা থাকতে পারুম না :)...'। কিন্তু সে জানতো আমাকে দমানো সম্ভব নয়, আর 'তুমি থাকো, আমি যাই' বললেও তো মন খারাপ করবে, [...]