মঙ্গলের বুকে পড়ে থাকা সেই নাইকন ক্যামেরাটি
ঐ তুই আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বুঝস? - সামান্য ধারণা তো আছেই। বিশ্বাস তো করস? - এইটা আবার কেমন কথা। আপেক্ষিকতা তত্ত্ব তো বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই ধারণা আইনস্টাইন কই থেকে পাইছে জানস তো? আরে জানবো না ক্যানো। প্রতিদিন সকালে উঠে তো তিনি দুই ঘণ্টা ঐ বই পড়তেন। আচ্ছা তুই কি বিবর্তন তত্ত্ব বুঝস? [...]