টাইম-স্পেস রিয়েলিটি

একটা পর্নো মুভি চলছে, মহা সমারোহে, ছেলে-বুড়ো দেখছে সবাই, পরম তৃষ্ণা ভরে! নেই ফাঁকিবাজি, ক্যামেরার জারিজুরি; সঙ্গী চতুর্মাত্রিক ছবির টাইম-স্পেস রিয়েলিটি। নেই নির্জন ঘর, পার্ক-সৈকতের দৃশ্য যত ভেজাল, নগরীর ব্যস্ত সড়কে চিত্রিত, ছবিতে নেই কোন আড়াল। বাস-রিকশা-যাত্রী-হকারের কোলাহল আর হুংকার, নেই আলাদা করে আর কোন আবহ সংগীত-ওঙ্কার। কোথাও লেখা নেই ‘অনলি ফর এডাল্ট’, নয় বেআইনি, [...]