কোথায় স্বাধীনতা
কোথায় স্বাধীনতা মীজান রহমান সবাই একই কথা বলে। দোষ ধর্মের নয়, ধর্মীর। রামের নামে উড়িষ্যার খৃষ্টান পাড়ায় আগুন জ্বালানো হয়। দোষ রামের নয়, রামভক্তের। কালীমন্দিরে নরবলি হত একসময়। মা-কালীর দোষ নয়, দোষ কালীভক্তের। আল্লার নামে যুবতীকে হত্যা করা হয় পৈশাচিক প্রস্তরাঘাতে, বিধর্মীর মুণ্ডচ্ছেদ হয় প্রকাশ্য দিবালোকে। দোষ আল্লার নয়, বান্দার। ঈশ্বরের কল্পিত ইশারাতে ইজরায়েলের [...]