চোরের মা’র বড় গলা

  চোরের মা’র বড় গলা দিলরুবা সুলতানা মাহের   উপরের প্রবাদ বাক্যটির আরেকটি প্রকরণ আছে- “চুরির চুরি, আবার সিনাজুরি”। প্রবাদগুলির অর্থ ভাঙতে খুব একটা জ্ঞানবুদ্ধির দরকার হয় না, গ্রামের প্রতিটি লোকই এর অর্থ বুঝতে সক্ষম।   ২০০১ সালে ক্ষমতাসীন হয়ে ম্যাডাম জিয়া ও তার পারিষদবর্গ বিরামহীনভাবে প্রচার চালান যে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। কথিত এই [...]