ডিজিটাল শিশু
আজ যে শিশু ভূমিষ্ট হল, সে আমাকে অভিশাপ দিলঃ এ কি অবস্থা করেছি আমি ধরার! চোখ জোড়া মুক্তভাবে ঘোরানোর অবকাশটুকু নেই। সে শিশু কাঁনতে পারে না, কারণ? কারণ, বুক ভরে যে বায়ু নেবে তা আজ বিষাক্ত। না, প্রচন্ড অস্বস্তি আর বুক ভরা অভিশাপেঃ শিশু বড় হচ্ছে; কিন্তু... একি! তার মুক্ত বিহঙ্গের খেলার মাঠ পরিনত আজ [...]