এক বিবর্তনবিরোধীর প্রত্যুত্তরে
এক বিবর্তনবিরোধীর প্রত্যুত্তরে অভিজিৎ রায় ডারউইন দিবস নিয়ে একটি খুব সহজ সরল লেখা লিখব ভাবছিলাম। কারণ বিবর্তনের ব্যাপার-স্যাপারগুলো দেখছি অনেকের কাছেই খুব একটা পরিস্কার নয়। বিবর্তন নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনার চেয়ে ভুল-ভাল প্রোপাগান্ডাকেই অনেকে সত্য বলে ধরে নেন। এর কারণ কি? মূল এবং প্রধান কারণ বোধ হয় ডারউইনের এই যুগান্তকারী তত্ত্বটি সম্বন্ধে অনেকেরই সঠিক ধারণা [...]