জীব হত্যায় পুণ্য কি? এবং উৎসর্গীকৃত কে? (পুনঃপ্রকাশ)
কোরবানী ঈদ উপলক্ষে বিশেষ রচনা জীব হত্যায় পুণ্য কি? আরজ আলী মাতুব্বর কোন ধর্ম বলে, ‘জীবহত্যা মহাপাপ’। আবার কোন ধর্ম বলে, ‘জীবহত্যায় পূণ্য হয়’। জীব হত্যায় পাপ বা পূণ্য যাহাই হউক না কেন, জীব হত্যা আমরা অহরহই করিতেছি। তাহার কারণ- জগতে জীবের খাদ্য জীব। নির্জীব পদার্থ যথা- সোনা, রেৈপা, লোহা, তামা বা মাটি-পাথর খাইয়া কোন [...]