সমকামিতা নিয়ে খেজুরে আলাপ
মুক্তমনায় আমার প্রথম ব্লগটা যখন পোস্ট করতে যাচ্ছি, এই কাঠখোট্টা হৃদয়েও কোথা থেকে যেন প্রচণ্ড আবেগ এসে ভর করছে। প্রায় পাঁচ বছর হয়ে গেছে অ্যাকাউন্ট খুলেছি। এর মধ্যে কয়েকটা কমেন্ট করা পর্যন্তই ছিল আমার দৌড়। মন্তব্য দেখে অভিজিৎ দা বেশ কয়েকবার আমাকে তাগাদা দিয়েছিলেন ব্লগে লেখালেখি করার। একে তো মুক্তমনার মতো প্ল্যাটফর্মে লেখালেখি করার জ্ঞান [...]