“কি যেন কখন আমি অন্ধকারে” – জীবনানন্দ দাশ
কবি জীবনানন্দের জন্মদিন এলো আর গেলো! কবির এই কবিতাটি আমার খুবই প্রিয়। কবিতাটির অনুবাদ আমি বছর তিনেক আগে করেছিলাম। -------- কি যেন কখন আমি অন্ধকারে জীবনানন্দ দাশ কি যেন কখন আমি অন্ধকারে মৃত্যুর কবর থেকে উঠিলাম আমারে দিয়েছে ছুটি বৈতরণী নদী । শকুনের মতো কালোডানা মেলে পৃথিবীর দিকে আমি উড়িলাম সাত-দিন সাত-রাত উড়ে গেলে সেই [...]