ক্ষিধে আর ঈশ্বরের যুদ্ধ

আলোগতি ছোঁয়া জানবার কালে, বেশিদিন ধুঁকবে না মানুষ, পেটে টান ধরলেই, ঈশ্বর পেড়ে খাবে। ঈশ্বর হবে বর্জ্য। তারপর শোবে। শুয়ে শুয়ে ছোঁবে। ছুঁয়ে শুয়ে, নিজেরাই ঈশ্বর হবে। এবং ঈশ্বর মিলনের নবজাতক, দেবে উপহার। ক্রমশঃ উত্তপ্ত হয়ে ওঠা গ্রহে, অনাগত ক্ষিধে আর ঈশ্বরের যুদ্ধে, কোনঠাসা ক্ষিধেই আবার জিতবে। ক্রমাগত নোনাজলে ডুবে, ক্ষিধে লাগবেই চেনা মানুষের। মানুষ; [...]

Go to Top