স্তন্যপায়ীদের বাচ্চা জন্মদানের তিনটি বিচিত্র উপায়
আগেই বলে রাখি এটা নির্ভেজাল আড্ডা। আমরা ম্যামল বা স্তন্যপায়ী। ম্যামলদের মায়েদের প্রায় সবাই জলজ্যান্ত আস্ত বাচ্চা জন্ম দেয়, এই আস্ত জন্ম দেয়া প্রক্রিয়াকে বলে ভিভিপ্যারিটি। ‘প্রায় সবাই’ কেন বললাম? যারা আস্ত বাচ্চা জন্ম দেয় না এরা কী করে তাহলে? এরা আসলে ডিম পাড়ে, বাচ্চাদের আবার দুধও খাওয়ায়! অদ্ভূত, তাই না? যাই হোক, মূল কথায় [...]